নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: পোলবা :: শুক্রবার ৩০,জানুয়ারি :: শুনানির আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির পোলবায়। মৃতের নাম শেখ ইসমাইল (৭০)। পোলবা থানার অন্তর্গত হোসনেবাদ এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে শুনানির নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন শেখ ইসমাইল। আগে সম্পূর্ণ সুস্থ থাকলেও নোটিস আসার পর থেকেই তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন।
ঠিকমতো খাওয়া-দাওয়া ও ঘুম হচ্ছিল না বলে দাবি পরিবারের। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মগরার একটি নার্সিং হোমে, পরে কলকাতায় স্থানান্তর করা হয়।
মৃতের পরিবারের দাবি, শুনানির আতঙ্কই তাঁর মৃত্যুর মূল কারণ। অযথা নোটিস দিয়ে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এই মৃত্যু ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের আবহ, প্রশাসনের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন উঠতে শুরু করেছে পোলবায়।

