নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ৩০,জানুয়ারি :: আন্দোলনের চাপে টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ছয় মাস পিছিয়ে যাওয়ায় এবারে বিজয় উৎসব পালন করল জলপাইগুড়ি টোটো চালকরা। শুক্রবার সিআইটিইউ অনুমোদিত ই- রিকশা চালক ইউনিয়নের পক্ষ থেকে এই বিজয় উৎসব পালন করা হয়।
টোটো চালকদের দাবি তাদের আন্দোলনের ফলেই পর পর তিনবার পিছু হটতে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির সরকার। টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা ৩০ নভেম্বর থেকে প্রথমে ৩১ ডিসেম্বর তারপরে ৩১ জানুয়ারি এবং এখন ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার।
আন্দোলন সফল হওয়ায় এদিন জলপাইগুড়ির ডিভিসি রোডে টোটো চালকরা লাল আবির মেখে মিষ্টিমুখ করে বিজয় উৎসব পালন করেন। রেজিস্ট্রেশনের সময়সীমা পিছিয়ে যাওয়ায় উৎসবের আমেজ দেখা গিয়েছে জলপাইগুড়ি শহরের টোটো চালকদের মুখে।
সিআইটিইউ অনুমোদিত ই- রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানান, টোটো রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা করেছিল রাজ্যের সরকার। কিন্তু সরকারের এই ফাঁদে পা দেয়নি রাজ্যের টোটো চালকরা।
তিনবার তারিখ পরিবর্তনের পরেও পুরোপুরি ব্যর্থ হয়েছে এই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ফলে বিজয় উৎসবের সঙ্গেই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করার দাবি জানিয়েছেন তিনি।

