বিজেপির যে লোকেরা প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেওয়ার নিদান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৩১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড়নীলপুর মোড়ে এক জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

সভা মঞ্চ থেকে তিনি বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং আগাম নির্বাচনের প্রেক্ষিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দেন।

বিধায়ক খোকন দাস তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে নির্বাচনী প্রচারে বিজেপির নেতাকর্মীরা এলাকায় এলে তাঁদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করতে হবে, তাদের বেঁধে রাখতে হবে।

তাঁর অভিযোগ, “নরেন্দ্র মোদীর সরকার কেন বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, কেন বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারবে না—এই প্রশ্নগুলোর জবাব বিজেপিকে দিতে হবে”।

তিনি আরও বলেন, “কেন তাঁদের নেতাদের কথায় বাংলার মানুষ কী খাবে, কী খাবে না—এমন নির্দেশ মানতে হবে, মাছ-মাংস খাওয়া নিয়েও কেন বাধা দেওয়া হচ্ছে, তারও উত্তর চাইতে হবে”। সভামঞ্চ থেকে তিনি বিজেপির নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান।

খোকন দাসের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পাল্টা কটাক্ষ বিজেপির,মুখপাত্র ডঃ শান্তরুপ দে বলেন তৃনমূলের উঁচু তলার নেতা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় চুনোপুটি বিধায়ক যারা আছেন তারা এখন বিজেপি আতঙ্কে ভুগছে।

তারা বুঝে গেছে আগামী দিনে ২০২৬এ নির্বাচন তৃনমূলের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবার নির্বাচন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে।সেই আতঙ্কেই তারা ভুগছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + two =