নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কুলপি :: শনিবার ৩১,জানুয়ারি :: গভীর রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরনের জেরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার ছামনাবনি গ্রামে।
জানা যায়, ছামনাবনি গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইক। গতকাল গভীর রাতে গ্যারেজে রাখা বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ ঘটে।
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের লোকজন। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি ও আশেপাশের কয়েকটি ঘরবাড়ি।
কুতুবুদ্দিন পাইকের অভিযোগ, এর আগেও তার বাড়িতে গভীর রাতে বোমাবাজি করেছিল বিরোধীদলের দুষ্কৃতিরা । এবারে তার গাড়িতে টাইম বোম লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে।অন্যদিকে ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

