দুর্গাপুরে ডিপিএল গেটের সামনে আমরণ অনশন মৃত শ্রমিকদের পোষ্যদের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৩১,জানুয়ারি :: বারবার দরবার করেও চাকরির কোনো সদুত্তর মেলেনি। অবশেষে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট  লিমিটেড (ডিপিএল)-এর কারখানার গেটের সামনেই প্রদীপ জ্বালিয়ে আমরণ অনশনে বসলেন মৃত শ্রমিকদের পোষ্যরা।

আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি—নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু, এই দু’টির একটিও না হওয়া পর্যন্ত অনশন মঞ্চ ছাড়বেন না তাঁরা। অভিযোগ, গত তেরো বছর ধরে চাকরির দাবিতে আন্দোলন চালিয়েও বারবার শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবে কোনো কাজ হয়নি।

ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরণ অনশনে বসা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, অনশন চলাকালীন যজ্ঞের প্রদীপও জ্বলতে থাকবে।

এদিকে ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন, এই বিষয়ে ডিপিএলের কিছু করার নেই। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে।

বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই কটাক্ষ করে বলেন, “এর নামই তো এগিয়ে বাংলা।” অন্যদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি কোন পথে মোড় নেয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =