নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৩১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট জালুইডাঙ্গায় সোনার গহনার লোভে বৃদ্ধাকে খুন। বৃদ্ধা পরে থাকা সোনার অলংকার উধাও। ঘটনার পর এলাকায় এল ফরেন্সিক টিম ও নাদনঘাট থানার পুলিশ তদন্তে।
জানা গিয়েছে লক্ষী ঘোষ নামে ওই বৃদ্ধা একদিন নিখোঁজ থাকার পর, বৃদ্ধার শরীরে আঘাত অবস্থায় ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির কিছুটা দূর থেকে। তার পরনে থাকা সোনার গহনা সমস্ত কিছুই ছিল উধাও।
পরিবারের লোকের দাবি ছিল সোনার গহনার লোভে খুন করা হয়েছে তাদের পরিবারের সদস্যকে। ঘটনার পর নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই এলাকায় ফরেনসিক টিম।

