নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৩১,জানুয়ারি :: আদিবাসী সমাজের দীর্ঘদিনের বিভিন্ন দাবিকে সামনে রেখে ‘বর্ধমান চলো’ কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। এই কর্মসূচির অংশ হিসেবে বর্ধমান রেলস্টেশন থেকে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
মিছিলটি বর্ধমান রেল স্টেশন থেকে কার্জনগেট পর্যন্ত হয়।এদিন কার্জনগেটে জেলা শাসকের দফতরের উদ্দেশে এগিয়ে যায় এবং সেখানে একাধিক দাবি জানিয়ে গণ ডেপুটেশন জমা দেওয়া হয়।
এই দাবি যদি মানা না হয় পরবর্তীকালে রেল জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেবে তারা, প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি আদিবাসী সমাজের।
মিছিলটি কার্জন গেট চত্বরে পৌঁছলে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাদের।ব্যারিকেড ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের একাংশের দাবি ছিল, জেলা শাসক ব্যারিকেড পেরিয়ে এসে ডেপুটেশন গ্রহণ করুন।
কিছু সময়ের জন্য কার্জন গেট অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে যান চলা চল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসনের কাছে তাঁদের দাবি-দাওয়া সম্বলিত ডেপুটেশন জমা দেন।

