জাতীয় সড়কের সার্ভিস রোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন হোমগার্ড ত্রিদিব দে (৩৫)।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৩১,জানুয়ারি :: রাতের নিস্তব্ধতায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা আর হল না। বর্ধমানে নবাবহাটের অদূরে গড়তালিত এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন

হোমগার্ড ত্রিদিব দে (৩৫)।বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পাইঠা   এলাকায় । ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে নিয়মিত টহলদারির সময় সার্ভিস রোডে দাঁড়িয়ে ছিল পুলিশের টহলদারি ভ্যান। সেই সময় দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী দূরপাল্লার বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির পিছনে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যায়।

ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানে থাকা হোমগার্ড ও পুলিশ কর্মীরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হোমগার্ড ত্রিদিব দেকে মৃত ঘোষণা করেন। আহত হন এক এএসআই-সহ আরও তিনজন পুলিশ কর্মী। তাঁদের চিকিৎসা চলছে।

দায়িত্ব পালনকালে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পুলিশ মহল। সহকর্মীদের কথায়, ত্রিদিব দে ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও শান্ত স্বভাবের মানুষ। রাত জেগে পাহারা দেওয়াই ছিল তাঁর নিয়মিত কাজ—সেই কর্তব্য পালন করতেই গিয়েই জীবন দিলেন তিনি।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =