নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শনিবার ৩১,জানুয়ারি :: কীর্তন শুনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডাউকিমারী এলাকায়। মৃতের নাম রতন রায় (৩৫), তিনি স্থানীয় ডাউকিমারী গ্রামেই থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হরিনাম সংকীর্তন দেখে ফেরার সময় ডাউকিমারী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন রতন বাবু। রাস্তার ধারে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি ধুপগুরি মহকুমা হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

