নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩১,জানুয়ারি :: ব্যারাকপুরের জনসভা সেরে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়িতে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্মী সম্মেলনের মঞ্চ থেকেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।
শাহের কড়া মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের সময় এসে গিয়েছে। তাঁর শাসনের তুলনায় কমিউনিস্ট আমল অনেক ভালো ছিল।” এদিনের বক্তব্যে রাজ্যের সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তাঁর অভিযোগ, রাজনৈতিক লাভের জন্য তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে সমাজে বিভাজন তৈরি করছে। অমিত শাহ বলেন, “গোর্খা ও বাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে, আদিবাসী ও কুর্মী সমাজের মধ্যেও অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে।
এর ফলে বাংলার ঐক্য ভেঙে পড়ছে।” শুধু বর্তমান সরকার নয়, রাজ্যের অতীত শাসনকেও কাঠগড়ায় তোলেন শাহ। তাঁর দাবি, বাম আমলে বাংলা পিছিয়ে পড়েছিল এবং তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
শিল্প, কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাষণের শেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্পষ্ট বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তাঁর বক্তব্য, আগামী নির্বাচনে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার নতুন সরকার গঠনের পথে হাঁটবে।

