নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: শনিবার ৩১,জানুয়ারি :: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ব্যারাকপুরের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে শা বলেন, “মমতাদি আমাকে নিয়ে পরিহাস করেন।
ভিডিও সৌজন্য ANI
মনে রাখবেন, রামসেতু তৈরির সময় রাবণও পরিহাস করেছিল যে তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু শেষ রক্ষা হয়নি।” এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই শাহ স্পষ্ট করে দেন, ২০২৪-এর ভিত্তিপ্রস্তরকে কাজে লাগিয়ে ২০২৬-এ নবান্ন দখলই এখন বিজেপির পাখির চোখ।
তৃণমূলের স্লোগান ‘মা-মাটি-মানুষ’-কে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা সরকার এই তিনটির একটিকেও রক্ষা করতে পারেনি। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, মাটি অনুপ্রবেশকারীরা গ্রাস করছে আর সাধারণ মানুষ সিন্ডিকেটের অত্যাচারে বিপর্যস্ত। এই তিনটিকে বাঁচাতে হলে বিজেপির বিকল্প নেই।”
তাঁর কথায়, “২০২৪-এ আমরা ৩৯ শতাংশ ভোট পেয়েছি। ২০২১-এ ৭৭টি আসন জিতে শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছেন। এবার এই ৩৮-৩৯ শতাংশ থেকে বিজেপি সরাসরি ৪৫ শতাংশে লাফ দেবে।”
দেশের অন্যান্য প্রান্তের সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, মোদিজি টানা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। ওডিশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল থেকে শুরু করে সম্প্রতি কেরলের তিরুবনন্তপুরম পুরসভা ও মুম্বই পুরভোটেও বিজেপি জিতেছে। এবার লক্ষ্য কেবল বাংলা।
সংবাদ তথ্য সুত্র :: সৌজন্য উত্তরবঙ্গ সংবাদ

