সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: আবারও বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে সুন্দরবনের কুলতলির গ্রামবাসীদের। সুন্দরবন এলাকাধীন কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকায় জঙ্গল সংলগ্ন নদীর চরে পায়ের ছাপ দেখা যায়। আর তা নিয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
এদিন, স্থানীয় দুই মহিলা নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পায়ের তাজা ছাপ দেখতে পায় নদীর চরে। আতঙ্কে ওই মহিলারা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আশেপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে । চিৎকার শুনে চলে আসে অন্য মৎস্যজীবীরাও। নৌকার বৈঠা, লাঠি নিয়ে তারা হাজির হয় । ওই মহিলদের সঙ্গে নিয়ে গ্রামে ফেরে তারা ।
এরপর খবর দেওয়া হয় বনবিভাগের কর্মীদের । খবর পেয়ে বনকর্মীরা তড়িঘড়ি পৌঁছায় ঘটনাস্থলে । পায়ের ছাপ দেখে আপাতত বাঘ খোঁজার চেষ্টা চলছে । প্রসঙ্গত, কয়েকদিন আগেই কুলতলির ভুবনেশ্বরী গ্রামে একটি বাঘ ফাঁদে ধরা পড়ে । তাই রীতিমতো এখন আতঙ্কের প্রহর গুনছে ওই এলাকার মানুষজন