দক্ষিণ রায়ের গর্জন শোনার পরই বন্ধ করে দেওয়া হলো সুন্দরবনের কেল্লা পিকনিক স্পট ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: এবার কুলতলির কেল্লা এলাকায় বাঘের গর্জন । আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়লো গোটা এলাকায় । পাশাপাশি দক্ষিণ রায়ের গর্জন শোনার পরই বন্ধ করে দেওয়া হলো কেল্লা পিকনিক স্পট । ২৫ ডিসেম্বর উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার পর্যটক এই কেল্লার পিয়ালী নদীর চরে পিকনিক করতে ভিড় জমায় ।প্রশাসনের উদ্দ্যোগে তাদের সবাইকেই কেল্লার এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তাদের কৈখালীর মাতলা নদীর চরে পাঠানোর ব্যবস্থা হয় । বনবিভাগের এর তরফ থেকে কেল্লার জঙ্গল ঘেরার কাজ শুরু হয়েছে । ৫ নম্বর গরানকাঠি গ্রামের পাশে কেল্লা শেখপাড়া এলাকায় বাঘ থাকতে পারে বলে অনুমান বন দপ্তরেরকর্মীদের ।

তাই গরানকাঠি এলাকার ফেন্সিং নেট খুলে কেল্লার শেখপাড়া এলাকায় নতুন করে নেট লাগানোর কাজ শুরু করছে  বনকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =