সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: উস্তি :: এসএসকেএমে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার উস্তির গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজীর। উস্তির উত্তর কুসুম অঞ্চলের যুব তৃনমূলের সভাপতি সুজাউদ্দিন গাজী। যুবনেতার গুলি করে খুনের চেষ্টার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করল উস্তি থানার পুলিশ।
ধৃতদের নাম আনোয়ার হোসেন হালদার, আক্রম আলি পুরকাইত, হাবিবুর রহমান মোল্লা, আতিবর রহমান মোল্লা, লালচাঁদ লস্কর, শরিফুল লস্কর ও কবিরুল লস্কর। গুলি কাণ্ডে ধৃত সাতজনের মধ্যে মূল অভিযুক্ত লালচাঁদ ও তার দুই ছেলে কবিরুল ও শরিফুল। ডায়মন্ডহারবার আদালতে তোলা হলে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ।
উল্লেখ্য, রবিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় তৃণমূল যুবনেতা। সুজাউদ্দিনের অস্ত্রোপচারের পর, শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন উস্তির যুব নেতার মৃত্যু হয়।
তৃণমূল নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। দলীয় সূত্রে খবর ,শনিবার বিকেল বেলায় উস্তির উত্তর কুসুম অঞ্চলের যুব সভাপতি মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করার জন্য এলাকায় নিয়ে আসা হবে।