দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: টানা দুবছর গৃহ বন্দি থাকার পর কোভিড পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরতেই বড়দিন পালনে মাতোয়ারা জঙ্গলমহলের সাধারণ মানুষ থেকে পর্যটকরা। পর্যটকের ভিড় ঝাড়গ্রাম জেলাজুড়ে। জেলার কোনো লজ, হোমস্টে তে জায়গা নেই। সকাল হতেই পর্যটকরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন স্থানে। তার সাথে স্থানীয় পিকনিক পার্টি মিলে জমজমাট ভিড় প্রতিটা জায়গায়।
বড়দিনের ছুটিতে মেতেছে জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলাবাসী।সকাল থেকেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন স্থলগুলিতে পর্যটকের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। মিনি চিড়িয়াখানায় কচিকাঁচা দের ভিড় লেগেই রয়েছে। পাশাপাশি সাতপাটিতে নদীর ধারে চড়ুইভাতিতে মত্ত সাধারণ মানুষ।
জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলি বেলপাহাড়ি,গোপিবল্লভপুর,নয়াগ্রাম,সাঁকরাইল সহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে বড়দিনের আনন্দে মেতে উঠেছে সকলে। যথাসম্ভব কোভিড বিধি মেনে উৎসব পালনে অনুরোধ করছে প্রশাসন।