সুফল চন্দ :: হুগলি :: সংবাদ প্রবাহ ::শুক্রবার শ্রীরামপুর কোর্টের সামনে AITUC একাধিক দাবি নিয়ে কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন তীর্থংকর রায়, সুমঙ্গল সিং সহ অন্যান্য কর্মীবৃন্দ ও সমর্থকরা। চটকল খোলার দাবি এবং 26 হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি নিয়ে এই জেলার তিনটি জায়গায় এই কর্মসূচি হয়। শ্রীরামপুর কোর্টের সামনে, ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল গেট, চন্দননগর গোন্দলপাড়া জুটমিল গেট এই তিন জায়গায় অনশন ও অবস্থান কর্মসূচি হয়। চট কলের শ্রমিকদের একুশটি ট্রেড ইউনিয়নের ডাকেই আজ 3 জায়গায় তারা অনশন ও অবস্থান কর্মসূচি করে।