BREAKING NEWS :: মৌসুমী দ্বীপ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: নিম্নচাপ ও কোটাল এর জেরে ইতিমধ্যেই প্রবল জলোচ্ছাসে দেখা দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় । আর তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূবর্তী এলাকার মানুষজন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকা থেকে মানুষজনকে ইতিমধ্যে সরানোর কাজ চালানো হচ্ছে । বকখালিতে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্রের স্নানের উপর জারি চালানো হচ্ছে ।ইতিমধ্যেই বকখালি সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সতর্কীকরণের কাজ চালানো হচ্ছে । পূর্ণিমার কোটালের বিষয় মাথায় রেখে ইতিমধ্যেই মৌসুমী দ্বীপ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। নিম্নচাপ ও কোটালের মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 20 =