BREAKING NEWS :: এন আই এর কাছে বিহারে ধৃত জঙ্গির জেরায় চাঞ্চল্যকর তথ্য : ২০৪৭-এর মধ্যেই ভারতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার নীলনকশা

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: ডেস্ক নিউজ  :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: বিহার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হল এক সন্দেহভাজন জঙ্গি। ধৃতকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের দাবি, অভিযুক্ত জানিয়েছে ২০৪৭ সালের মধ্যেই ভারতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। এই পরিকল্পনার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে গোপন জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের কাজ শুরু হয়েছে।

২০৪৭ সালের মধ্যে ভারতে ইসলামি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করছিল এনআইএপ হাতে ধৃত জঙ্গি মহবুব আলম নদভী। এমনটাই এক প্রেস বিবৃতিতে জানিয়েছে এনআইএ।

গত ১১ সেপ্টেম্বর মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা জঙ্গি মহবুব আলম নদভীকে কিশনগঞ্জ থেকে ধরে সেইদিনই তাকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ধৃতকে নিয়ে যাওয়া হয় দিল্লীতে। এরপরই ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য সামনে এসেছে।

সূত্রের খবর, ধৃত জঙ্গির কাছ থেকে বেশ কিছু নথি, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার হয়েছে। সেগুলো খতিয়ে দেখে গোয়েন্দারা ধারণা করছেন, তরুণ সমাজকে টার্গেট করে তাদের বিভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করা হচ্ছিল।

বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এনক্রিপ্টেড চ্যানেল ব্যবহার করে এই প্রচার চালানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত জঙ্গি একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই সে সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করে ছিল এবং ভারতে জঙ্গি ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল। ধৃতের আরও বেশ কয়েকজন সহযোগীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। রাজ্য প্রশাসনও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই জেরায় প্রকাশিত তথ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় হুমকি। তাই গোয়েন্দাদের নজরদারি আরও কড়াকড়ি করা হবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =