উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান শহরের রথ তলা এলাকায় খাদ্যে বিষক্রিয়ার ফলে একই পরিবারের দুই শিশু সহ ছয়জন অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়।মৃত শিশু দুটির নাম শুভঙ্কর ঘোষ (১২) রাহুল ঘোষ (৯) এরা দুই ভাই। এছাড়াও হাসপাতালে ভর্তি আছেন বাবা রবি ঘোষ, ঠাকুরমা সন্ধ্যা ঘোষ, রবির মেয়ে শর্মিলা ঘোষ, রবির বোন শর্মিষ্ঠা মাঝি ।
সূত্রের খবর মঙ্গলবার পরিবারের সকলেই রাতে মাংস ভাত খায়।বুধ বার সকাল থেকে বমি শুরু হয় । সিশুদুটির অবস্থা আশংকা জনক হওয়ায় রাতেই তাদের স্থানীয় চিকিত্সককে দিয়ে চিকিত্সা করানো হয় ।পরে পুরো পরিবারের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের স্থানীয় মানুষেরা বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সার জন্য নিয়ে আসে ।
বিজ্ঞাপন
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে । হাসপাতালের সূত্রের অনুসারে কি কারণে বিষক্রিয়া তা এখনই বলা সম্ভব নয় বলে ডাক্তার বাবুরা জানিয়েছেন ।