নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: ছত্তিসগড়ে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার এক অভিযানে আত্মসমর্পণ করল মোট ৩০ জন মাওবাদী।
পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মাও নেতা রয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ ছিল।
এ আই নির্মিত প্রতীকী চিত্র
রাজ্যের জঙ্গলে চলমান বিশেষ অভিযানের চাপে মাওবাদীরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে দাবি পুলিশের। আত্মসমর্পণকারীদের সরকারি পুনর্বাসন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।
নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের আশা, এই পদক্ষেপে আরও মাওবাদী মূলধারায় ফিরতে আগ্রহী হবে।