দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ফের জঙ্গল মহলে স্বক্রিয় হচ্ছে মাওবাদীরা। শিলদা ক্যাম্পে নাশকতার ঘটনার দিনেই হুমকি দিয়ে পোষ্টার মাওবাদী দের। ফের মাওবাদী স্বক্রিয় তার প্রশ্নে অস্বীকার না করে, বিষয় টা তারা দেখছেন বলে জানালেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং।
শিলদায় ইএফআর ক্যাম্পে শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সাথে বাঁকুড়ার ডিআইজি সুনিল চৌধুরী, জেলা শাসক জয়সি দাসগুপ্ত,এসপি সহ বাকি আধিকারিকরা।
২০১০ সালের ১৫ ই ফেব্রুয়ারী। শিলদার ইএফআর ক্যাম্পে হানা দেয় মাওবাদীরা। মাওবাদী হামলায় ২৪ জন জওয়ান শহীদ হন। তাদের সমস্ত অস্ত্র লুঠ করে মাওবাদীরা। ১২বছর পুরানো সেই স্মৃতী আজ আবার অনেকটাই তাজা করে দিলো আজকের দিনে মাওবাদী দের এই পোষ্টার।