BREAKING NEWS :: জম্মু কাশ্মীরে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যয় – মৃত ৩২ নিখোঁজ ২০০

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: মেঘভাঙা বৃষ্টিতে বৃহস্পতিবার বড় বিপর্যয় নেমে আসে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাসোটি গ্রামে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জখম ১০০-এরও বেশি। ২০০-এরও বেশি মানুষ নিখোঁজ। চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন চাসোটি গ্রামে মাছাইল মাতা মন্দিরের সামনে এই মেঘভাঙা বৃষ্টি হয়। সেখান থেকেই বার্ষিক মাছাইল মাতা যাত্রা শুরু হয়।

ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকার সবার প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা রইল। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণকাজ চলছে। বিস্তারিত আসছে

ছবি :: সৌজন্য ইন্টারনেট 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + ten =