নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডেস্ক নিউজ :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: দীর্ঘদিন ধরে মাওবাদী কার্যকলাপে সক্রিয় থাকার পর অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কুখ্যাত মাওবাদী নেতা কিষেনজীর স্ত্রী পোথুলা পদ্মাবতী।
পদ্মাবতীর মাথার দাম ছিল ১ কোটি টাকা। ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং ওডিশায় তিনি ছিলেন ওয়ান্টেড। তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। অবশেষে এদিন আত্মসমর্পণ করলেন তিনি।তেলেঙ্গানা পুলিশের বিশেষ শাখার কাছে তিনি আত্মসমর্পণ করেন। আজ তাঁকে এক কোটি টাকার চেক দেওয়া হয়েছে পুনর্বাসনের জন্য ।
পুলিশ সূত্রে খবর, পদ্মাবতীর বিরুদ্ধে বহু নাশকতা ও হামলার অভিযোগ রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, তাঁর মাথার দাম ঘোষিত ছিল এক কোটি টাকা। দীর্ঘ সময় ধরে তিনি পুলিশের খোঁজে ছিলেন এবং একাধিক রাজ্যে তাঁর গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল।
অবশেষে সরকার ও পুলিশের পুনর্বাসন নীতির আওতায় তিনি আত্মসমর্পণের পথ বেছে নেন।
কিষেনজী একসময় দেশের অন্যতম ভয়ঙ্কর মাওবাদী নেতা হিসাবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর পদ্মাবতী গোপনে সংগঠনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, তাঁর আত্মসমর্পণ মাওবাদী সংগঠনের শক্তি ও প্রভাবকে বড় আঘাত করবে।
তেলেঙ্গানা পুলিশের এক শীর্ষকর্তা বলেন—“পদ্মাবতী শান্তির পথে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।” নিরাপত্তা মহলের ধারণা, এই আত্মসমর্পণ সরকারের জঙ্গি দমন অভিযানে এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে চিহ্নিত হবে।