আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদপ্রবাহ :: ৫ই,মে:: নয়াদিল্লি :: জি-৭–এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্যে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরসঙ্গীদের দুজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এখন আর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন না তিনি। জোটের বৈঠকও অনালাইনেই সারতে হবে তাঁকে।
জি–৭ ভুক্ত দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। করোনা মহামারির মধ্যে সরাসরি প্রথমবারের মতো সম্মেলনে অংশ নিচ্ছেন দেশগুলোর প্রতিনিধিরা। করোনা মহামারি শুরুর পর জি-৭ সদস্যদেশগুলোর মন্ত্রীদের প্রথম বৈঠকও এটি। এবারে সম্মেলনে অংশগ্রহণকারী কর্মীদের প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে।
এখানে করোনা পরীক্ষার জন্য বিশেষ স্থান নির্ধারণ করা হয়েছে। ঘণ্টায় ৫০ জনের করোনা পরীক্ষা করা যাবে সেখানে। এ ছাড়া পুরো সম্মেলনে অতিথিদের সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে। দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে সেখানে। এবারের সম্মেলনে করোনার ঝুঁকি কমাতে অতিথির সংখ্যাও কমানো হয়েছে।