BREAKING NEWS :: নেপাল হয়ে বিহারে তিন কুখ্যাত জয়িশ জঙ্গি – এই রাজ্যে হাই এলর্ট জারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে জইশ-ই-মহম্মদের তিন জঙ্গি। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এদের লক্ষ্য পূর্ব ভারতের রাজ্যগুলি। ফলে পশ্চিমবঙ্গে জারি হয়েছে হাই অ্যালার্ট।

                                                                  সন্দেহভাজন জঙ্গিদের ছবি সংগৃহীত 

রিপোর্টে বলা হয়েছে, ওই জঙ্গিরা অগাস্টের দ্বিতীয় সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছেছিল এবং গত সপ্তাহে বিহারে প্রবেশ করেছে। নিরাপত্তা সংস্থাগুলিকে নজরদারি বাড়াতে এবং তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে

পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেছে। স্টেশন, বাস টার্মিনাল, মল, ধর্মীয় ও ভিড় ভাট্টার জায়গায় চলছে টহলদারি।

সূত্রের খবর, সন্দেহভাজনদের খোঁজে বিশেষ অভিযান চালাচ্ছে NIA ও রাজ্য পুলিশ। সীমান্তে ইতিমধ্যেই সিল করা হয়েছে কয়েকটি রুট।

প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দিতে অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 11 =