BREAKING NEWS :: পরপর বিস্ফোরণে মুম্বাইকে উড়িয়ে দেবার হুমকি – ৪০০ কেজি আরডিএক্স নিয়ে প্রস্তুত ৩৪ জঙ্গি – মুম্বাই জুড়ে হাই এলার্ট

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুম্বাই ডেস্ক   :: শুক্রবার ৫,সেপ্টেম্বর ::  গণেশ বিসর্জন উপলক্ষে লাখো মানুষের ভিড়ের আগে ভয়াবহ হুমকি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে মুম্বাই জুড়ে। পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক বার্তায় দাবি করা হয়েছে—মুম্বাই শহরে ৩৪টি মানব বোমা ছড়িয়ে দেওয়া হয়েছে, যাদের কাছে রয়েছে প্রায় ৪০০ কেজি আরডি এক্স।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সূত্র মারফত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে অন্তত ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এবং যে কোনো মুহূর্তে ব্যাপক বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে।
এই বার্তা হাতে আসার পরেই মুম্বাই পুলিশ শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। বিশেষত গণেশ বিসর্জনের মিছিল ও জনসমাগম এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল, কুইক রেসপন্স টিম এবং সাইবার সেলের বিশেষজ্ঞরা যৌথভাবে তদন্তে নেমেছে।
একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এ ধরনের হুমকি প্রাথমিকভাবে ভুয়োও হতে পারে। তবে জনগণের নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। সমস্ত ব্যবস্থা কড়া নজরে রাখা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। মুম্বাই পুলিশের বক্তব্য—এই হুমকি বাস্তব হোক বা না হোক, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।
গোটা ঘটনায় শহরে চূড়ান্ত সতর্কতা জারি থাকলেও উৎসবের আনন্দে যাতে ভাটা না পড়ে, সে দিকেও দৃষ্টি রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =