BREAKING NEWS : মুখ্যমন্ত্রীর নির্দেশের আড়াই ঘন্টার মধ্যেই গ্রেপ্তার আনারুল

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মুখ্যমন্ত্রীর নির্দেশের আড়াই ঘন্টার মধ্যেই গ্রেপ্তার মুখ্য অভিযুক্ত আনারুল হোসেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বীরভূমের বাগটুই গ্রামে যেয়ে নির্যাতিতদের সাথে কথা বলেন |

নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তাদের হাতে তুলে দেন । এর পরেই মুখ্যমন্ত্রী ডিজিপি কে ডেকে ততকাল আনারুল হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ দেন ।

এর পরেই যথারীতি পুলিশ আনারুলের বাড়িতে তাকে গ্রেপ্তার করার জন্য পৌঁছে যায় কিন্তু ততক্ষনে সেখান থেকে ফেরার আনারুল । আনারুলের প্রতিবেশীরা এবং গ্রামবাসী বলতে থাকে আনারুল নির্দোষ এবং এই ব্যাপারে তারা রীতিমতো বিক্ষোভ দেখে থাকে ।

এরপরই পুলিশ তাদের নেটওয়ার্ক লাগিয়ে ফেরার আনারুলকে খোঁজার চেষ্টা করে । অবশেষে আনারুলের মোবাইলের টাওয়ার লোকেশন খুঁজে পায় পুলিশ এবং এক অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী তাকে আজ দুপুরেই তারাপীঠের একটি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ ।তারাপীঠের থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =