উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: রায়না থানার বন্তির গ্রামে ঋণের দায়ে এক চাষি আত্মঘাতী হয়েছেন। শনি বার সকালে জমির পাশে একটি আম গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। দড়ি কেটে নামিয়ে তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মৃতের নাম গণেশ নারায়ণ ঘোষ ৬৪। স্থানীয়সূত্রে জানা গিয়েছে গণেশ বাবুর নিজের তিন বিঘা জমি আছে।তিনি এই বার তিন বিঘে জমিতে ধান চাষ করেছিলেন।কিন্তু অকাল বৃষ্টিতে তাঁর সমস্ত ধান নষ্ট হয়ে যায়। চাষ করার জন্যে তিনি মহাজনী ঋণ নিয়ে ছিলেন। টাকার জন্যে মহাজনরা চাপ দিচ্ছিল।
একদিকে ধান নষ্ট অন্য দিকে ঋণের টাকা শোধের চিন্তা।দুই মিলিয়ে মানসিক অবসাদ তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। কৃষি আধিকারিক জগন্নাথ চ্যাটার্জি বলেন বিষয়টি আমার জানা নেই।খবর নিয়ে দেখছি।