নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: রবিবার ২০,জুলাই :: সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি ফেরিঘাট এর কাছে হোটেল রয়্যালের ২০৬ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা। ডিমের কার্টুনের ভেতরে এই বিপুল পরিমানে টাকা মজুদ করে রাখা ছিল।
উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় ৫০০ টাকার নোট। নোটের মধ্যে অধিকাংশ টাকা ছিল নকল। অল্প কিছু টাকা ছিল আসল।ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম দেবব্রত চক্রবর্তী তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার। অপরজনের নাম সিরাজ উদ্দিন মোল্লা তার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটর দীঘি এলাকায়।
সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজুদ আছে বলে অনুমান পুলিশের। সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে দাবি পুলিশের।
এই হোটেলটি একসময় সেখ শাহাজাহান ও শিবু হাজরার ছিল। বর্তমানে এই হোটেলটি এখন শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মন্ডল এর। এখন টাকা গোনার কাজ চলছে।