নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: সিঙ্গাপুরে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন ৫২ বছর বয়সী জনপ্রিয় অসমিয়া গায়ক ও বলিউডের খ্যাতনামা শিল্পী জুবিন গর্গ।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে তিনি স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হন বলে জানা গেছে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন গর্গ উত্তর-পূর্ব ভারতের বহুল আলোচিত “নর্থ ইস্ট ফেস্টিভ্যাল”-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। অবসরে তিনি সমুদ্র ডাইভিংয়ে অংশ নেন। ডাইভিং চলাকালীনই আচমকা শ্বাসপ্রশ্বাসে সমস্যা অনুভব করেন তিনি।
সিঙ্গাপুর পুলিশ ও উদ্ধারকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে ভর্তি করান, তবে বিকেল নাগাদ মৃত্যু ঘোষণা করা হয়।
জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অসম ও সমগ্র উত্তর-পূর্ব ভারতে। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘গ্যাংস্টার’-এর জনপ্রিয় গান ‘ইয়া আলি’ সহ বহু হিট গানের কণ্ঠশিল্পী ছিলেন তিনি।
অসমিয়ার পাশাপাশি হিন্দি, বাংলা, তামিলসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
সরকারিভাবে এখনও সিঙ্গাপুর পুলিশ বা স্থানীয় হাসপাতালের তরফে বিস্তারিত বিবৃতি প্রকাশিত হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে সূত্রে জানা গেছে।
অসংখ্য ভক্তের প্রিয় এই শিল্পীর অকালপ্রয়াণ সংগীতজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংগীতবিশারদরা। তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন শিল্পী, রাজনীতিবিদ ও ভক্তরা।