BREAKING NEWS:: হঠাত সাত সকালে পাঁচিল টপকে সংসদ ভবনে ও কি জঙ্গি ?

কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ২২,আগস্ট :: নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে বুধবার সকালে  সংসদ ভবনে এক অনুপ্রবেশকারীর ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ওই ব্যক্তি পাঁচিল টপকে মূল ভবনের দিকে দৌড় দেয়।

সঙ্গে সঙ্গে প্রহরায় থাকা সিআইএসএফ জওয়ানরা তাঁকে আটক করে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অভিযুক্তের নাম-পরিচয় এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত হয়নি।

ঘটনার পরপরই সংসদ ভবনের আশপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কয়েক মিনিটের জন্য প্রবেশ ও প্রস্থানের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা সংক্রান্ত একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে। সংসদ ভবনের মতো সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে একজন বাইরে থেকে পাঁচিল টপকে ঢুকে পড়ল, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অভিযুক্তের মানসিক স্থিতি পরীক্ষা করা হবে। তাঁর উদ্দেশ্য আদৌ সন্ত্রাসমূলক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনায় সংসদ সদস্যদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিরোধী দলগুলির দাবি, এই ঘটনা নিরাপত্তার গাফিলতির বড় প্রমাণ। তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও যুক্ত করা হয়েছে। নয়া ভবনে অনাহুত অতিথি, ‘গণতন্ত্রের মন্দির’-এ নিরাপত্তার গলদ বহুবার দেখেছে দেশ।

গত বছরও অধিবেশন চলাকালীন সংসদে ‘স্মোক বম্ব’ হামলার মতো ঘটনা ঘটে। ওই দিন অধিবেশন চলাকালীন অজ্ঞাত পরিচয় দুই যুবক সংসদে ঢোকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে নিচে নামে তাঁরা। জুতোর নিচ থেকে বের করা হয় স্মোক বোম। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় সংসদের অন্দরে।

শাসক ও বিরোধী উভয় পক্ষেরই অভিমত, সংসদ ভবনের নিরাপত্তায় কোনও খুঁত থাকলে তা দ্রুত সমাধান করতে হবে। বার বার প্রশ্ন উঠেছে নিরাপত্তার খামতি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =