BREAKING NEWS :: ৪৭ টি ট্রেন হকার উঠতে দেওয়া হবে না রেল সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৪৭ টি ট্রেন হকার উঠতে দেওয়া হবে না রেল সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলোতে বাংলা হকারদের জায়গায় নয়েডার একটি কোম্পানি খাবার বেচবে। এটা হলো রেলে হকারি বন্ধ করার প্রথম ধাপ। এইভাবে ধাপে ধাপে রেল বাংলা রেল ক্ষেত্রগুলি বহিরাগত কোম্পানিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশন উন্নয়নের নামে রেল স্টেশন বেসরকারিকরণ বহুদিন আগে শুরু করেছে রেল।

প্রশ্ন করুন, কেন রেলের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডার শুধু বহিরাগতরাই পায় ? কেন IRCTCর কোনো দোকানে বাঙালি ছেলে-মেয়ে দেখতে পাওয়া যায় না ?

এই ৪৭টা ট্রেনে বর্তমানে বাংলার খেটে খাওয়া মানুষ হকারি করছে। রেল চায় এই জায়গা কেড়ে নিয়ে এগুলোকেও বহিরাগতদের হাতে তুলে দিতে। ৪৭ দিয়ে শুরু করে একে একে সবেতেই এই নিয়ম চালু হবে। তাই, এর প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি পথে নামতে চলেছে জাতীয় বাংলা সম্মেলন এর হকার সংগঠন বঙ্গীয় হকার সম্মেলন এর হকার ভাইয়ের।

পূর্ব রেল যতই বহিরাগতকে বাংলা বেচে দেওয়ার ধান্দা করুক, জাতীয় বাংলা সম্মেলন যতদিন আছে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসেবে হবে। যতদিন বঙ্গীয় হকার সম্মেলন বাংলার মাটিতে আছে, একটিও হকারকে বঞ্চিত করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + ten =