সুব্রত বাউরী :: জামুড়িয়া :: পশ্চিম বর্ধমান :: সংবাদ প্রবাহ :: আজ CMSI এবং CITU পক্ষ থেকে কোল ইন্ডিয়ার বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্না প্রদশর্ণে কুনুস্তোরিয়া এরিয়া অফিসে | তারা বলেন, কোল ইন্ডিয়া যেভাবে বিসিসিএল ,ইসিএল এবং সিএমপিডিআইকে আলাদা করার ষড়যন্ত্র করছে, তা বন্ধ করতে হবে। একই সাথে JBCCI এর ১১ তম বেতন কমিশন বাস্তবায়ন করা।
CMPDI L এবং BCCL-এর ২৫% শেয়ার বিক্রির প্রস্তাব বাতিল। কোল ইন্ডিয়ার 160টি মাইন ব্যক্তিগত হাতে তুলে দেওয়ার চেষ্টা বন্ধ করার দাবি ছিল। পাশাপাশি উচ্চ ক্ষমতা কমিটির নির্ধারিত বেতন ঠিকাদারি শ্রমিকদের দেওয়ারও দাবি জানানো হয়।
অনুষ্ঠানে JBCCI -এর সুজিত ভট্টাচার্য, জিকে শ্রীবাস্তব, মনোজ দত্ত, আহির কোডা, কলিমুদ্দিন আনসারি এবং সিএমএসআই সিটু-এর সমস্ত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সংগঠনের বক্তারা কেন্দ্রীয় সরকারের নীতিকে শ্রমিকবিরোধী, জনবিরোধী বলে আখ্যায়িত করেন ।
তারা জানান, যেভাবে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে খুব শিগগিরই মানুষের সামনে অস্তিত্ব সংকট দেখা দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের এই নীতিগুলির বিরোধিতা করে এবং কেন্দ্রীয় সরকারকে তার নীতিগুলি বাতিল করতে এবং কোল ইন্ডিয়াকে যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে তা বন্ধ করতে বাধ্য করে।