নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি ::পূর্ব বর্ধমান – SIR এর শুনানিতে এবার ডাক পেলেন ১০৪ বছরের বৃদ্ধ।এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তেই তড়িঘড়ি ওই বৃদ্ধর বাড়িতে গেলো কমিশন।
ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি তার আগেই জন্ম হয়েছিল বৃদ্ধর, হাওড়ার ব্রিজ নির্মাণ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই নিজের চোখে দেখেছেন তিনি, তারপর দেশের স্বাধীনতা, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচনে ভোটটাও তিনি দিয়েছিলেন।
বিগত লোকসভা তেও ভোট দিয়েছেন বৃদ্ধ কিন্তু তাকেই আবার SIR নোটিশ? এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলা জামালপুর বিধানসভার অন্তর্গত ৩২ বিঘা এলাকায়। সেখানের বাসিন্দা বৃদ্ধ শেখ ইব্রাহিম বয়স ১০৪ বছর।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। নির্বাচন কমিশনকে অমানবিক বলে আখ্যা দেন এলাকার বাসিন্দারা। জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩২ বিঘা একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানকার ১৩৮ নম্বর বুথের ভোটার এবং একজন আদি বাসিন্দা হলেন এই শেখ ইব্রাহিম।
ভোটার কার্ড এবং আধার কার্ডে তার জন্ম তারিখ রয়েছে ১ জানুয়ারি ১৯২৯ সাল লেখা রয়েছে। জানা যায় ওই বৃদ্ধর ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে যারা প্রত্যেকে বিবাহিত।ছেলেরা এলাকাতেই থাকেন এবং ছেলেরা বৃদ্ধ বাবা শেখ ইব্রাহিমকে পরম যত্নে আগলে রেখেছেন, শুধু তাই নয় গ্রামের বয়স জ্যেষ্ঠ হয় গ্রামের মানুষেরাও শ্রদ্ধা করেন প্রত্যেকেই ।
এহেনো ব্যক্তিকে জামালপুর বিডি অফিসে SIR এর শুনানিতে সশরীরে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হয়।ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছে ওই এলাকার মানুষেরা ।

