SIR-এর শুনানিতে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: খসড়া তালিকায় নেই নাম। এসআইআর (SIR)-এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।আজ কাটজু নগর বিদ্যাপীঠে হেয়ারিং এর জন্য যান তিনি SIR-এর শুনানিতে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। এনুমারেশন ফর্মে অসঙ্গতি থাকার কারণে তাঁকে নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, দেবের পরিবারের ৩ জনকে নোটিস পাঠানো হয়েছে। যাদবপুরের কাটজুনগরের শুনানি কেন্দ্রে হাজির দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =