SIR এর শুনানির নোটিশ আসতেই আতঙ্কিত হয়ে আত্মঘাতী বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: বুধবার৩১,ডিসেম্বর :: এস আই আরের নোটিশ আসতেই চিন্তায় আত্মঘাতি হলেন এক বৃদ্ধ।পূর্ব মেদিনীপুরের রামনগর থানার সাদী এলাকার বাসিন্দা। নাম বিমল সি বয়স ৭৫। পরিবারের অভিযোগ বাড়িতে এসআই আরের ইনকোয়ারির নোটিশ আসে।সামনের শুক্রবার যাওয়ার কথা ব্লকে। তিনি চিন্তিত ছিলেন, ছেলেকে বলতেন কি কি কাগজ জমা করতে হবে, কি করতে হবে ।এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলেন। এমনকি ২০০২ সালের ভোটার লিস্টেও তার নাম ছিল না।

তাই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ করছে পরিবারের লোক।।মৃতদেহ রামনগর থানার পুলিশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =