SIR এ Logical discrepancy-র নামে বৈধ ভোটারদের হয়রানির আভিযোগে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ১৪,জানুয়ারি :: বুধবার দুপুর ১২টা নাগাদ দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসক করণের সামনের এসে শেষ হয়। এরপর মহকুমা শাসক করণের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও মন্ত্রী উদয়ন গুহ।

পরবর্তীতে দিনহাটা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিন দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বক্তব্য রাখতে গিয়ে SIR এ হেয়ারিং এর নামে হয়রানির অভিযোগ তুলে বলেন

যদি বিজেপি নেতারা গ্রামে যায় তবে গাছে দড়ি বেঁধে রাখতে। অর্থাৎ বিজেপি নেতাদের গাছে দড়ি বেঁধে রাখার নিদান দেন। এই কর্মসূচিতে সিতাই বিধায়ক সংগীতা রায় ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =