নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১০,জানুয়ারি :: SIR এর কাজের চাপে এক BLO র মৃত্যু ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার বোহার এলাকায় । এবার ওই মৃত BLO র বাড়িতে গেলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী । মৃত BLO নমিতা সরেন ছিলেন অঙ্গনওয়ারী কর্মী ।
মন্তেশ্বর বিধানসভার বোহার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া খাঁপুর এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের রোজগেরে সদস্যা । তাই তাঁর মৃত্যুতে অসুবিধায় রয়েছে পরিবার । এমতাবস্থায় ওই কর্মীর বাড়িতে গেলেন বিধায়ক ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাশাপাশি মৃতার মেয়ে যাতে পুনরায় চাকরি পান সে বিষয়টি তৎপরতার সঙ্গে দেখবেন বলে জানান বিধায়ক ।
এদিনে উপস্থিত ছিলেন বোহার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাঝি , মেমারী ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গাফ্ফার মল্লিক, পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ মুকুল সাহা সহ অন্যান্যরা।

