নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালি :: সোমবার ৫,জানুয়ারি :: ৯ জানুয়ারি নদীয়া জেলার তাহেরপুরের মাটিতে মতুয়াগড়ে মতুয়া সমাজের উদ্দেশে নতুন বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—এমনই দাবি করলেন মমতা বালা ঠাকুর।
নদীয়ার হাঁসখালী ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুর, তৃণমূল নেত্রী জয়া দত্ত-সহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বালা ঠাকুর SIR ইস্যুতে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। পাশাপাশি বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির বিষয়টি তুলে ধরেছেন এবং যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না যায়, সেই দাবিতেও সরব হয়েছেন।
অথচ নির্বাচন কমিশন নথি হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট চাইছে—যখন দেশের বহু মানুষ এখনও মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেননি। সেক্ষেত্রে তারা কীভাবে এই নথি দেখাবেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

