SIR নিয়ে বৃহত্তর ধরনা আন্দোলনের ডাক দিলেন মতুয়া সংঘের অন্যতম প্রধান মুখ মমতা বালা ঠাকুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: এবার SIR বিরোধিতায় সরব মতুয়ার সংঘের মমতা বালা ঠাকুর আগামীকাল থেকে রাজ্যে চালু হচ্ছে SIR । এই SIR চালু হলে সব থেকে বেশি সমস্যায় পড়বে মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষরা ।

আর তাই সরাসরি বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন রাজ্য সাভার সাংসদ ও মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ।

আজ স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাঠি তে তৃণমূলের পক্ষ থেকে শারদীয়া ও দীপাবলি উৎসব উপলক্ষে একটি মিলন উৎসব অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সাভার সাংসদ ও মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =