নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: SIR শুনানির লাইনে মহিলাদের টার্গেট করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল মালদহের মানিকচকে।
ভুয়ো সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করে মাসে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩৪ জন মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সঞ্চিত টাকা তুলে নেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক ব্লকের নদীপাড়ের নারায়ণপুর চর এলাকায়।
অভিযোগ, চলতি মাসের ২২ জানুয়ারি SIR শুনানির জন্য মহিলারা মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে গেলে রাজা আলি নামে এক ব্যক্তি তাঁদের কাছে গিয়ে স্মার্ট কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দাবি করা হয়, ওই কার্ডে প্রতি মাসে তিন হাজার টাকা পাওয়া যাবে।
বিশ্বাস করে মহিলারা নিজেদের আধার কার্ড, ব্যাংক পাসবুক, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি দেন। এর পরেই একে একে ৩৪ জনের মোবাইলে টাকা কেটে নেওয়ার এসএমএস আসতে শুরু করে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী মহিলারাই ফাঁদ পেতে অভিযুক্ত রাজা আলিকে ধরে ফেলেন এবং মানিকচক থানার পুলিশের হাতে তুলে দেন।
পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরত ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিত মহিলারা। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পাঠানো হচ্ছে।

