Whatsapp গ্রুপ খুলে রক্ত গ্রুপ জেনে ডোনাররা পৌঁছে যাবে মুমূর্ষু রোগীর কাছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: আন্তর্জাতিক ভাষা দিবসে বিশেষভাবে উদ্যোগ নিল বসিরহাট ৮ নম্বর ওয়ার্ডে সমাজসেবী বাবলু দে আজকের এই ভাষা দিবসকে সামনে রেখে ১৯৫২সালে ঢাকার রাজপথে ভাষা আন্দোলনের ডাক দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল বরকত জব্বর সালাম রফিক

সেই আন্দোলন সারা বিশ্বের সংঘটিত হয়েছিল । ভাষা আন্দোলনের চাপে ১৯৯৯ সালে ১৭ ই নভেম্বর রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি দিনটিকে ঘোষণা করেন। আজ সেই দিনটাকে সামনে রেখে বসিরহাটের প্রাণকেন্দ্র আমরা সবাই মাঠে বিশেষ রক্তদান করলেন। মূল উদ্দেশ্য আন্তর্জাতিক ভাষা দিবসের শহীদদের প্রতি উৎসর্গ করা

পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের যেসব মুমূর্ষু রোগীরা হাসপাতালে গিয়ে রক্ত সংকটে যাতে না ভোগে তার জন্য তাদের এই বিশেষ জেলার আর টি এ সদস্য সুরজিৎ মিত্র বসিরহাট টাউন সভাপতি অভিজিৎ ঘোষ ও রানা হালদার বসিরহাট প্রায় শতাধিক রক্তদাতা এদিন রক্তদান শিবিরে শপথ নিলেন রক্তের কারনে যাতে কোন মুমূর্ষ রোগী থেকে শুরু করে স্বাভাবিক রোগীদের যাতে মৃত্যু না ঘটে ।

তাদের এই উদ্যোগের উদ্যোক্তা বাবলু দে বলেন গ্রীষ্মকালীন বিভিন্ন হাসপাতালগুলোতে রক্ত সংকট দেখা যায় অনেক সময় রক্তের জন্য রোগী মৃত্যু পর্যন্ত ঘটে । যাতে এই ধরনের ঘটনা না হয় থ্যালাসেমিয়া থেকে শুরু করে সব রোগীরা যাতে রক্ত পায় তার জন্য আমাদের এই রক্তদান এমনকি যে গ্রুপের রক্ত প্রয়োজন আমাদের এই সদস্যরা সেই গ্রুপের রক্ত তাদের বাড়ি পৌঁছে দেবে তার জন্য একটি মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =