নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ হাওড়ার দেউলপুরের বাসিন্দা অচিন্ত শিউলির সোনা জয়ের পরে আজকে তাঁর বাড়িতে যান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি অচিন্তের দাদা ও মায়ের সঙ্গে কথা বলেন। তাঁদের পরিবারের আর্থিক পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন।
তিনি জানান অচিন্তর সঙ্গে গতকাল রাতেই ফোনে কথা হয়েছে। আজকে তিনি তাঁদের বাড়িতে এসেছেন। বেশ কিছু আর্থিক দাবি নিয়েও কথা হয়েছে পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও তাঁর পাশে আছেন। তিনি আরও জানান তাঁর পরিবারের অনুরোধ অনুযায়ী যা কথা হয়েছে তার সবই পূরণ করা হবে।
পাশাপাশি এখন দমকল বিভাগে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন অচিন্ত্য। তাঁর চাকরির স্থায়িকারণের জন্য তিনি দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে কথা বলবেন। তিনি আশা প্রকাশ করেন সুজিত বোস রাজি হয়ে যাবেন। এছাড়াও তিনি জানান যদি না হয় তাঁর মন্ত্রীত্বের কোটা থেকে চাকরি দেওয়ার অধিকার তাঁর রয়েছে। একটি কোটা এখনও বেঁচে আছে।
সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে তিনি সেটাকে প্রয়োগ করবেন। তবে দমকলের চাকরিতে পারিশ্রমিক বেশি ও যেহেতু তিন বছর ওখানে চাকরি করে এসেছে। তাই ওটার জন্যই তিনি চেষ্টা করবেন বলে জানান মন্ত্রী। আজকে মন্ত্রীর আশ্বাস ও মন্ত্রী নিজে তাঁদের বাড়িতে আসায় যথেষ্ট খুশি অচিন্তের পরিবরের সদস্যরা।