গঙ্গা দূষণ প্রতিরোধের জন্য প্রশিক্ষণ শিবির মালদহে

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ভারত সরকারের “ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা “প্রকল্পের অংশীদার হল কলিয়াচক -৩ ব্লকের কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের ৫ টি গ্রাম।

মালদা নেহরু যুব কেন্দ্র ও মালদা নমামী গঙ্গের তত্ত্বাবধানে ৬ আগস্ট ও ৭ আগস্ট গঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণ ও বন্ধ করার জন্য ৫০ জন যুবক যুবতীকে নিয়ে দুই দিনের সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় কুম্ভিরা প্রাইমারি স্কুলে।

কালিয়াচক -৩ থানার অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা “নমামী গঙ্গে” প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, কুম্ভীরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার প্রামাণিক,কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলবুল সরকার ও সমাজকর্মী দিবাকর মন্ডল,ব্রজঙ্গনা মন্ডল, ও নদীপ্রেমী রাজু রায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =