নিজস্ব সংবাদদাতা :: শক্তিনগর :: নদীয়া :: সংবাদ প্রবাহ :: চোরাচালানকারীদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর জখম হলো এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপরা থানার শিকরা সীমান্তবর্তী এলাকায়। গুলিবিদ্ধ ওই জওয়ানের নাম সতীশ কুমার বয়স ৫১ বছর। জানা যায় চাপরা থানার সীমান্তবর্তী এলাকায় শিকরা গ্রামে কয়েকজন দুষ্কৃতী বেআইনিভাবে ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেই খবর পৌঁছেছিল চাপরা সীমান্তবর্তী এলাকায় কর্মরত ৮১ নম্বর ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল সতীশ কুমার এর কাছে। তখনই বেশ কয়েকজন বিএসএফ জওয়ান তাদেরকে ধরার উদ্দেশ্যে রওনা দেয়। দুষ্কৃতীদের কাছে পৌঁছাতেই দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এরপর এই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছড়া গুলি সতীশ কুমারের ডান হাতে লাগে বলে জানা যায়।
রক্তাক্ত অবস্থায় তার সতীর্থরা সতীশ কুমার কে তড়িঘড়ি চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সতীশ কুমার কে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। ঘটনার পরেই ওই এলাকায় প্রচুর বিএসএফ জোয়ান মোতায়েন করা হয়। দুষ্কৃতীদের চিহ্নিত করার উদ্দেশ্যে চলছে তদন্ত।