নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: ডেঙ্গু-ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগ থেকে বনগাঁ বাসীকে রক্ষা করতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সোমবার বনগাঁ শহরের বিভিন্ন নিকাশী নালায় ও পুকুরে গাপ্পি মাছ ছাড়া হলো।
আনুষ্ঠানিকভাবে এই গাপ্পি মাছ ছাড়ার শুভ সূচনা করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ । এবিষয়ে গোপাল বাবু বলেন এদিন মশা বাহিত রোগ ঠেকাতে প্রায় ২০ হাজার গাপ্পি মাছ বনগাঁর বিভিন্ন নিকাশী নালায় ও পুকুরে ছেড়ে দেওয়া হলো।