নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: অরুণাচল সীমান্তে চীন একটি গ্রাম তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে। ওই প্রতিবেদনে চীনের সামরিক প্রস্তুতি ও ভূমি আগ্রাসন নিয়ে ব্যাপক আকারে উল্লেখ করা হয়েছে। শীঘ্রই ওই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া হবে। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেসামরিক কাজেই গ্রামটি ব্যবহৃত হচ্ছে। চীনের সারি চু নদীর তীর ঘেঁষে ভারতের অরুণাচলের সুবনসিরি জেলার একটি অংশে গ্রামটি তৈরি হয়েছে। গ্রামটিতে এখনও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অঞ্চলে আগে চীনের একটি চেকপোস্ট ছিল।