#Breaking:🚨 A suspicious object was seen flying over Jammu and Pathankot#isro #nasa pic.twitter.com/KZYyiFKlgf
— OSINT Updates 🚨 (@OsintUpdates) December 3, 2021
নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ ::নয়াদিল্লি :: অন্ধকার আকাশ চিরে ছুটে চলা এক উজ্জ্বল সাদা আলো দেখে স্থানীয় বাসিন্দারা তাজ্জব বনে গেছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পাঞ্জাবের পাঠানকোট এলাকায় এই দৃশ্য দেখা যায় বলে গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে।
সন্ধ্যা ৭টার অল্প কিছু সময় আগে এই ঘটনা ঘটে। সেখানকার এক বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছে, আমরা উজ্জ্বল আলোর দ্রুত গতিশীল বস্তুটিকে দেখেছি। আলোটিকে দূর থেকে ঠিক ট্রেনের মতো দেখা যাচ্ছিল। আলোটি খুব উজ্জ্বল এবং সাদা ছিল। এই প্রথম আমরা এরকম কিছু দেখলাম। আকাশে পুরো পাঁচ মিনিট ওই আলো দেখা যায়। তারপর এটি অদৃশ্য হয়ে যায়। এদিকে, ওই সময়কার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই বাসিন্দার কথার সত্যতা মিলেছে।