নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: এলাকার পঞ্চায়েত প্রধান সূজীত জোয়ার্দার জানান এখানে পূর্বে একটি পুলিশ ফারি ছিল কিন্তু কোন কারন বসত গত ২০০৭ সালে তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে।তার পর এলাকার কোন কিছু প্রশাসনিক প্রয়োজনে সকলকে ছুটতে হতো রানাঘাট শহরে ।
এমনকি এলাকায় কোন হঠাৎ কোন অপ্রতিকর ঘটনা ঘটলেও পুলিশ আসতো রানাঘাট থেকে। এলাকায় প্রায় ২০-২৫ হাজার মানুষের বসবাস, কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতো এটা সত্যি। তবে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে এদিন সন্ধ্যায় পুনরায় উদ্বোধন হলো রাঘব পুর পুলিশ ক্যাম্প।
রামনগর ১নং পঞ্চায়েত অফিস ও স্টেশন সংগ্লগ্ন বাজারের মধ্যস্থলে এহেন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ সহ বিভিন্ন ব্যাবসায়ী।