আটমাস পরে চীনের জিংট্যাং বন্দরে আটকে থাকা ২৩ জন নাবিক আজ বাড়ি ফিরছেন !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ টিভি :: ১৪ই,জানুয়ারি :: কোলকাতা :: কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহনমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আগেই জানিয়েছিলেন ১৪ জানুয়ারি দেশে ফিরতে চলেছেন এমভি জগ আনন্দের ২৩ জন নাবিক৷ তিনি টুইট করে বলেন, ‘‘চিনে আটকে থাকা আমাদের নাবিকরা দেশে ফিরছেন৷’’ এমভি জগ আনন্দের পাশাপাশি ২০ সেপ্টেম্বর একইভাবে চিনা বন্দরে আটকে পড়েছিল এমভি অনস্তেশিয়ায়া৷ ওই জাহাজে রয়েছেন ১৬ জন ভারতীয় নাবিক৷

দুটি জাহাজই মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে থাকলেও চিনের তরফে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়নি তাদের। উলটে তাদের বন্দরের ভাড়া গুণতে হয়। মাসের পর মাস একইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে কমতে শুরু করেছিল ওষুধ ও খাদ্যপণ্যের ভাণ্ডারও। অবশেষে এই দুই জাহাজের কর্তৃপক্ষ ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু নয়াদিল্লির একাধিক অনুরোধ সত্ত্বেও কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ দেখিয়ে তাদের পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়নি৷ নাবিক বদলানোর অনুমতিও দেয়নি চিনা প্রশাসন।

চলতি মাসের গোড়ার দিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, বেজিংয়ে ভারতীয় দূতাবাস এই বিষয়টি নিয়ে চিনা কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত আলোচনা চালাচ্ছে৷ তিনি আরও বলেন, ‘‘চিনে আমাদের রাষ্ট্রদূত বিক্রম মিশ্র ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে চিনের উপ বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন৷ এমভি জগ আনন্দ এবং এমভি অনস্তেশিয়ায়ার নাবিক পরিবর্তনের জন্য দ্রুত অনুমোদনের অনুরোধও জানানো হয়েছে৷ এই বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত চিনা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =